গঠনতন্ত্র/ নীতিমালা/ সংবিধান
“নার্সেস হেলথ কেয়ার সোসাইটি” ঢাকাস্থ বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত একটি সোসাইটি। উক্ত সোসাইটি পরিচালনা/ নীতি-নির্ধারক কমিটি সোসাইটি পরিচালনার সুবিধার্থে (লক্ষ্য অর্জন ও শৃঙ্খলা রক্ষার নিমিত্তে) নিন্মোক্ত পয়েন্ট/ধারা/নীতিমালা/সংবিধান এর উপর ভিত্তি করে সোসাইটি পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে।
ভিশনঃ
- ১): সোসাইটির নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠা করা যেখানে বিনামূল্যে সোসাইটির সদস্য ও তার পরিবারবর্গদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
- ২): দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান হতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য হেলথা কার্ড প্রদান করা হবে।
- ৩): সোসাইটির নিজস্ব ভবন (আবাসিক এলাকা) স্থাপন করা।
- ৪): সোসাইটির নিজস্ব শপিং মল স্থাপন করা।
- ৫): সোসাইটির নিজস্ব ব্র্যান্ড তৈরি করা।