শেয়ার হুল্ডারগণের জন্য প্রযোজ্য পয়েন্ট/ধারা/নীতিমালার অংশগুলো নিম্নরূপঃ
- ১): নার্সেস হেলথ কেয়ার সোসাইটির শেয়ার হল্ডারগণ সদস্যের নেয় সকল সুযোগ সুবিধা প্রাপ্য হইবেন কিন্তু সদস্য হইতে পারিবেন না। (১০০ জন সদস্য স্থায়ী)
- ২): শেয়ার হল্ডারগন সদস্য প্রাপ্ত হওয়ার পর ০১ (এক) বছরের মধ্যে শেয়ার হল্ডারের পদ বাতিল করতে পারিবেন। সেক্ষেত্রে নাম মাত্র খরচ বাবদ ৩% কর্তন সাপেক্ষে (মূল ব্যাল্যান্স) শেয়ার হুল্ডারের পদ বাতিল হইবে। সদস্য পদ বাতিল হওয়ার ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে হুল্ডারের টাকা নির্ধারিত বিকাশ/নগদ ও ব্যাংকে পরিশোধ করা হইবে।
- ৩): এই ০১ বছরের মধ্যে যদি সোসাইটির কোন লাভ হয়ে থাকে তাহলে উক্ত শেয়ার হুল্ডার তার সুবিধা প্রাপ্য হইবেন।
বিশেষ দ্রষ্টাব্যঃ উপরিউক্ত নীতিমালার সংযোজন/বিয়োজন/সংশোধন/পরিমার্জন অত্র সোসাইটির নিকট সংরক্ষিত।
বিশেষ দ্রষ্টাব্যঃ উপরিউক্ত নীতিমালার সংযোজন/বিয়োজন/সংশোধন/পরিমার্জন অত্র সোসাইটির নিকট সংরক্ষিত।
এতদ্বার্থে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, নার্সেস হেলথ কেয়ার সোসাইটির সকল নিয়ম কানুন/বিধি, শর্তসমুহ পড়িয়া ও মর্ম অনুধাবন করিয়া স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় অত্র সোসাইটির শেয়ার হুল্ডার হওয়ার জন্য আবেদন করিতেছি।