পয়েন্ট/ধারা/নীতিমালার অংশগুলো নিম্নরূপঃ
- ১): ““নার্সেস হেলথ কেয়ার সোসাইটি” একটি (নিজস্ব) সেবামূলক সোসাইটি।
- ২): প্রতিষ্ঠা কমিটির পদ-পদবী ৩ (তিন) বছর বলবৎ থাকিবে এবং পরবর্তীতে প্রতি ০১ (এক) বছর অন্তর অন্তর (পরিচালন দক্ষতা/যোগ্যতার ভিত্তিতে) সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের (নির্বাচনের) মাধ্যমে নির্ধারণ করা হইবে।
- ৩): বার্ষিক সাধারণ সম্মেলনে কমিটি হস্তান্তরের পূর্বে বলবৎ কমিটিকে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম উপস্থাপন করিবে।
- ৪): সোসাইটি সকল সদস্যের পরিচালনা/নীতি-নির্ধারনী/মূল কমিটির প্রতি আস্থা ও বিশ্বাস থাকা বাঞ্চনীয়।
- ৫): সোসাইটির অর্থ সংরক্ষণ এবং উত্তোলনের জন্য সোসাইটির সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত যৌথ ব্যাংক একাউন্ট ব্যবহার করা
হইবে এবং সংরক্ষিত অর্থের মুনাফা সহায়তা তহবিল এ সংরক্ষণ থাকিবে। যাহা অসহায় হতদরিদ্র পুনর্বাসন/জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হইবে।
- ৬): সোসাইটি সদস্য প্রাপ্ত হওয়ার পর ১০ (দশ) বছরের মধ্যে সোসাইটির সদস্য পদ বাতিল করতে পারিবে না।
- ৭): সোসাইটির সদস্য ১০ (দশ) বছর পূর্ণ হইবার পূর্বে সদস্য পদ বাতিল করিতে চাহিলে কার্যনির্বাহী কমিটি প্রধানের বরাবর
আবেদন করিতে হইবে এবং কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ০৫% কর্তন সাপেক্ষে সদস্যপদ বাতিল করিবেন।
সদস্য পদ বাতিল হওয়ার ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে সদস্যের টাকা পরিশোধ করা হইবে।
- ৮): সোসাইটি সদস্য ও তার পরিবারের (স্বামী/স্ত্রী/ছেলে/মেয়ে/মা/বাবা) স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অত্র সোসাইটি হতে
একটি নির্দিষ্ট পরিমান আর্থিক সহায়তা মুনাফাবিহীন প্রদান করা হইবে যা নিদির্ষ্ট সময়ের মধ্যে (কিস্তি) এর মাধ্যমে পরিশোধ করিতে হইবে।
- ৯): সোসাইটি সম্পূর্ণ সুদ মুক্তভাবে পরিচালিত হওয়ায় চিকিৎসা বাবদ গ্রহণকৃত আর্থিক সহায়তার জন্য সদস্যের নিকট হইতে
কোন প্রকার মুনাফা গ্রহণ করা হইবে না।
- ১০): সোসাইটির কোন সদস্য মৃত/দেওলিয়া/পাগল হইলে সেক্ষেত্রে ঐ সদস্যের নমিনিকে কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্পুর্ণ
টাকা বুঝিয়ে দেওয়া হইবে।
- ১১): সোসাইটি কতৃর্ক ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এ ধরনের কোন কাজ/সিদ্ধান্ত/কার্যক্রম সংঘঠিত করা হইবে না।
- ১২): আবেদনকারীর বয়স অনধিক ৪০ (চল্লিশ) বছর ।
- ১৩): প্রাথমিক ভাবে ১০০০/- (এক হাজার) টাকা করে মাসিক চাঁদা প্রদান করিতে হইবে।
- ১৪): সোসাইটির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা/নীতি-নির্ধারনী/সংশ্লিষ্ট কমিটির সকল সিদ্ধান্ত গৃহীত হইবে।
- ১৫): সোসাইটির সকল সদস্যবৃন্দ একে অন্যের প্রতি সৌজন্যমূলক ও সৌহার্দপূর্ণ আচরণ করিতে বাধ্য থাকিবেন। সর্বাবস্থায়
সোসাইটির শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করিবেন।
- ১৬): সোসাইটিতে কোন সমস্যার উদ্ভব হলে সম্মিলিতভাবে তা সমাধানের চেষ্টা করতে হবে এবং কোন অবস্থাতেই সমালোচনা/
দোষারোপ, দায় এড়ানোর প্রবণতা পরিহার করতে হবে। কোন অবস্থাতেই সোসাইটির ভাবমূর্তি নষ্ট/ক্ষুণ্ন করা যাইবেনা।
- ১৭): যে কোন জরুরী পরিস্থিতিতে/বিষয়ে সোসাইটি পরিচালনা কমিটি সোসাইটির স্বার্থ রক্ষার্থে যেকোন সিদ্ধান্ত গ্রহণ করার
ইখতিয়ার বহন করিবেন।
নীতিমালাসমূহ অত্র সোসাইটির সকল সদস্যের উপস্থিতি ও সদয় সম্মতিক্রমে গৃহীত হয়েছে। উপরিউক্ত নীতিমালার বহির্ভূত কোন সমস্যা উদ্ভব হলে তা কার্যনির্বাহী কমিটি অথবা সকল সদস্যগণের মতামত/পরামর্শ/আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হইবে।
বিশেষ দ্রষ্টাব্যঃ উপরিউক্ত নীতিমালার সংযোজন/বিয়োজন/সংশোধন/পরিমার্জন অত্র সোসাইটির নিকট সংরক্ষিত।